ঢাকা (রাত ২:১১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাপাহারে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাঁজাসহ আটককৃত আসামী
গাঁজাসহ আটককৃত আসামী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১১:১৭, ২০ ফেব্রুয়ারী, ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো পোরশা উপজেলার নিতপুর (গোপালগঞ্জ) গ্রামের আশরাফের ছেলে ফিরোজ (২৩) ও একই উপজেলার নিতপুর (মাষ্টারপাড়া) গ্রামের মন্টুর ছেলে সুমন (২২)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দিঘীরহাট বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা প্রায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ এ অভিযান অব্যহত  থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT