ঢাকা (সকাল ৭:১৫) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় ট্রাক্টর চলাচলে হুমকিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার দুপুর ০১:১৪, ১১ জুলাই, ২০২১

বাঁধ কেটে পার্শ্ব রাস্ত নির্মাণ এবং বালু বোঝাই ট্রাক্টর বা কাঁকড়া গাড়ী চলাচলের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঁশহাটা পুটিমারি হতে ইটাকুড়ি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাঁধ মারাত্মক হুমকির মূখে পড়েছে। বাধে বালু বোঝাই ট্রাক্টর (কাঁকড়া) চলাচল বন্ধ না হলে বন্যা এলেই বাঁধটি ভেঙ্গে যাওয়ার আশংকা করেছেন এলাকাবাসি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাঘাটা ইউনিয়নের উত্তর সাথালিয়া গ্রামের মুন্সিরহাট এলাকায় স্থানীয় এক আওয়ামীলীগ নেতা যমুনা নদী থেকে বলগেট ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে নিচু জমিতে রেখে বিক্রি করছেন। বালু ক্রেতারা ট্রাক্টরে করে প্রতিনিয়ত বালু নিয়ে যাচ্ছে। নিচু জমি থেকে বালু নিতে ট্রাক্টর চলাচলের সুবিধার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির পূর্ব পাশের অংশ কেটে ঢালু রাস্তা তৈরী করেছেন। ফলে বন্যানিয়ন্ত্রণ বাঁধটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক দিকে পানি উন্নয়ন বোর্ডের সংস্কারের অভাবে বাঁধটি জুঁড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশা-পাশি দীর্ঘ দিন যাবত দিন-রাত বালু বোঝাই ট্রাক্টর চলাচলের কারণে বাঁধের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। বিশেষ করে ইটাকুঁড়ি হতে বাঁশহাটা পর্যন্ত বাঁধ বালু ব্যবসায়ীর বিক্রিত বালু বোঝাই ট্রাক্টর চলাচলের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় ওই নেতা সরকারী দলের প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং বিক্রি করে আসলেও এ সবের বিরুদ্ধে কেউ ব্যবস্থা গ্রহন করছেন না বলে এলাকাবাসির অভিযোগ।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল করিম রেজার সাথে এ বিষয়ে কথা হলে তিনি বাঁধ কেটে ঢালু রাস্তা তৈরী এবং বালু বোঝাই ট্রাক্টর চলাচলের সত্যতা স্বীকার করে বলেন, এখানে আমরা অসহায় বলার বা কিছু করার নেই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT