তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের সক্রিয়তায় উত্তরাঞ্চলসহ ঢাকায় যাচ্ছে মাদক, পুলিশের ধরপাকড়
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৪, ৪ জুন, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসের মধ্যেও মাদক পাচারকারীরা ঘরে বসে নেই। তাদের তৎপরতা দিন দিন বেড়েই চলছে। পশ্চিম বগুড়ার সান্তাহার আদমদীঘিসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে চিহৃত মাদক পাচারকারীরা সক্রীয় হয়ে উঠেছে। সারাদেশে পুলিশের মাদক বিরোধি বিশেষ অভিযানে অধিকাংশ এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা গাঁ ঢাকা দেয়। মহামারী করোনার আক্রমন থেকে দেশের মানুষকে বাচাতে পুলিশ, র্যাব ডিবি পুলিশ মৃত্যুর ঝুকি নিয়ে রাতদিন কাজ করে যাচ্ছে। আর এ সুযোগ কাজে লাগাতে চিহৃত মাদক পাচাকারীরা সক্রীয় হয়ে উঠেছে।
তবে পুলিশের মাদক বিরোধী অভিযান থেমে নেই। স্বভাবিক অবস্থার মতো এতোটা জেরালো না হওয়ায় সে সুযোগের আড়ালে অবাধে মাদক পাচার চলছে। একাধিক সুত্র জাজানায়, পুলিশের তালিকা ভুক্ত সান্তাহারের চিহৃত মাদক ব্যবসায়ীর সাথে হাত মিলিয়ে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার মাদক পাচাকারীরা বগুড়ার-সান্তাহারের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোকে নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে। সান্তাহার রেলওয়ে জংশন শহর হওয়ায় এটিকে ট্রানজিট রুট এবং পয়েন্ট হিসাবে বেছে নিয়েছে মাদক পাচারকারী চক্র। অভিনব কায়দায় বাস ট্রেন ট্রাক মাইক্রোবাস, পিকাপভ্যান, মটরসাইকেল সিএনজিতে করে সান্তাহার- বগুড়া, মহাসড়ক দিয়ে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে খোদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে। সুত্র জানায়, ভারত থেকে নবাবগঞ্জ, রাজশাহী নওগাঁ জয়পুরহাট সীমান্ত পথে এসব মাদক প্রবেশ করছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া খ সার্কেল সান্তাহারের পরিদর্শক সামছুল আলম ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গিয় ফোর্সকে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সান্তাহার-বগুড়া মহাসড়কের স্কাহালুর উপজেলার বৌবাজার থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ মাফিজুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে জয়পুরহাট সদর উপজেলার দন্ডিপানি এলাকার মো: মাহবুদ আলীর ছেলে। এ ব্যাপারে কাহালু থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। গত মাসের প্রথম দিকে সান্তাহার শহরের পেঁওতা রেলগেটে অভিযান চালিয়ে বিটুল (২৬) নামের এক মটরসাইকেল আরোহীরকে আটক করে তার মটরসাইকেলের তেলে ট্যাংকির ভিতর থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার মটরসাইকেল জব্দসহ তাকে গ্রেফতার করেছে। সে নববগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের মোঃ জিন্টু আলীর ছেলে। এঘটনার দুইদিন পর একই স্থানে অখিযান চালিয়ে এক হাজার পীচ ইয়াবাসহ নাজমুল হক নামের অপর এক মটরসাইকে আরোহীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া খ সার্কেল সান্তাহারের পরিদর্শক সামছুল আলমের সাথে কথা বললে তিনি বলেন সান্তাহার-বগুড়া মহাসড়ককে মাদক পাচারকারীরা নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদক উদ্ধারসহ বেশকিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে।