ঢাকা (সকাল ৭:৫৯) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে প্রতিমা ভাংচুর ও চুরির ঘটনায় গ্রেফতার অভিযান অব্যাহত : পুলিশ সুপার

শ্রীমঙ্গলে প্রতিমা ভাংচুর ও চুরির ঘটনায় গ্রেফতার অভিযান অব্যাহত : পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:০৬, ১৩ নভেম্বর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের আঁধারে ৭টি মন্দিরে চুরি ও প্রতিমা ভাংচুরের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় মন্দির থেকে পিতলের মুর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয় বলে জানান স্থানীয়রা । সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমশী ও ভুনবীর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পাশাপাশি অবস্থানরত এই দুটি  গ্রামের ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে। এছাড়াও হর-গৌরী আখড়া, মদন মোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভীমসী মন্দির, দিনেশ লালের বাড়ির মহাদেব মন্দিরে চুরি করেছে দুষ্কৃতিকারীরা।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT