ঢাকা (রাত ২:৩৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শোকজের লিখিত জবাব দিয়েছেন শিবগঞ্জ আসনের আওয়ামী প্রার্থীরা

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock সোমবার ১২:০৭, ১৮ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী আচরণবিধি লংঘণ করে বিরিয়ানি খাইয়ে মতবিনিময় সভার মাধ্যমে নৌকার পক্ষে প্রচার প্রচারণা ও ভোট চাওয়া শোকজের লিখিত জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

রোববার (১৭ ডিসেম্বর) আদালতে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে লিখিত জবাব দেন এমপি শিমুল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন ও নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল তার লিখিত বক্তব্য দাখিল করেছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি তা তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বরাবর পাঠাবে।

তবে শোকজের জবাব দেয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, আমার বাড়ির সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আসন্ন নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সংক্রান্ত আলোচনা করেছি। এমন অবস্থায় যেহেতু বাসায় মেহমান আসলে কিছু আপ্যায়ন করাতেই হয় সেহেতু তাদের ক্ষেত্রেও তাই করা হয়েছিলো। এতে কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লংঘণ হয়নি। আর তাই নোটিশ পাবার পর সময়ের মধ্যে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের লিখিত জবাব দিয়েছি।

এদিকে নৈশভোজের আয়োজন করে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লংঘণের দায়ে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান স্বাক্ষরিত শোকজের জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী স্বতন্ত্র

প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র সহকারী জজ আদালতে উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে এই শোকজের জবাব দেন।

জবাবে তিনি বলেন, নৈশভোজ করে আমার পক্ষে নির্বাচনী প্রচারণা করার বিষয়ে আমি কিছুই জানি না। এমনকি এসব অনুষ্ঠানে আমি বা আমার পরিবারের কোন সদস্যও উপস্থিত ছিলেন না। আর এসব বিষয়ে আমরা কোনভাবে সহযোগিতা বা অর্থায়ন করিনি।

একটি কুচক্রী মহল আমাকে হেয় করতে ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এমন কাজ করেছে বলে তার দাবী।

 

উল্লেখ্য, আচরণবিধি লংঘন করে খাবার পরিবেশনের দায়ে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং আওয়ামী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক

চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT