ঢাকা (সকাল ১০:১০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২,আহত ১

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ১১:৩০, ৮ ফেব্রুয়ারী, ২০২১

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খা সেতু সংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ঘটনা স্থানে নিহত ও ১ জন আহত হয়েছে।

আহতকে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিক শিবচরের আড়িয়াল খা সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষনা করে। অপর আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে ও আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে বলে পুলিশ জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাইওয়ে থানার ওসি সোরহাব হোসেন বলেন, ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী ও হাসপাতালে নেওয়ার পরে আরেক জনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT