ঢাকা (ভোর ৫:২০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিবচরে অগ্নিকান্ডে দেড় বছরের শিশুর মৃত্যু

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার বিকেল ০৪:৪২, ১ মার্চ, ২০২১

মাদারীপুরের শিবচর পৌরসভার ডিসি এলাকায় অগ্নিকান্ডে দেড় বছরের শিশু মাহফুজা মারা গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় হাবিব তালুকদারের রান্না ঘর থেকে আগুন লেগে পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল হাওলাদারের শিশু কন্যা মাহফুজার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় হাবিব তালুকদারের রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পাশের ঘরের ভাড়াটিয়া রাসেল হাওলাদারের মেয়ে মাহফুজার সমবয়সী হাবিব তালুকদারের মেয়ের সাথে খেলা করতে আসে। হঠাৎ হাবিব তালুকদারের রান্না ঘরে আগুন ধরে গেলে শিশুটি ঘরের মধ্যে আটকে পড়ে। আগুনে শিশুটির সমস্ত শরীর ঝলসে যায়।

শিবচর থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। তাৎক্ষনিক খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রান্না ঘরের ভিতরে চুলার পাশে মাহফুজার ঝলসানো মরদেহ উদ্ধার করে।

নিহত মাহফুজার বাবা রাসেল হাওলাদার বলেন, আমার মেয়ে মাহফুজাকে গোসল করিয়ে ঘরের কাজ করছিলাম। কোন ফাকে ও ঘরের বাহিরে গেল টের পাইনি। কিছুক্ষণ পরে দেখি বাড়ির পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। তখনও জানিনা আমার মেয়েটা রান্না ঘরের ভিতরে পুড়ে ছাই হয়ে পড়ে আছে।

শিবচর থানা এসআই মোঃ রবিউল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT