লোহাগড়ার ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান
ইকবাল হাসান,নড়াইল শুক্রবার দুপুর ০৩:৫৩, ২২ জানুয়ারী, ২০২১
নড়াইলের লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আশরাফুল আলম পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ ব্যাপক উন্নয়ন কাজ করছেন।
জানা গেছে, শুক্রবার সকালে পৌর মেয়র মোঃ আশরাফুল আলম মোচড়া পশ্চিমপাড়া আল-কোবা জামে মসজিদে নির্মাণ কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এর আগে পৌর মেয়র মোঃ আশরাফুল আলম রামপুর দরগাহ জামে মসজিদে ৫০ হাজার টাকা, সিংগা সরদারপাড়া জামে মসজিদে ২০ হাজার, সিংগা জামে মসজিদে ৭০ হাজার টাকা, কুন্দসী কেন্দ্রীয় জামে মসজিদে ৫০ হাজার টাকা অনুদান দেন।
এসময় পৌর সচিব মোঃ তফিকুল আলম, সহকারি প্রকৌশলী মোঃ শফিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক তুহিন, মুরাদ হোসেন, পলাশ, সাংবাদিক শিকদার উসমান গনিসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র বলেন, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, রাস্তা নির্মাণসহ কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। নাগরিক অধিকার নিশ্চিত করতে দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। সড়ক বাতি দেয়া হয়েছে পৌর এলাকার বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে।