ঢাকা (রাত ২:৩১) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


লোহাগড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক রিকাতের মৃত্যবরণ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার রাত ০১:৩৭, ২৪ মার্চ, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি সরদার জাহিদুর রহমান রিকাত (৫২) মঙ্গলবার সকালে স্থানীয় ডালিয়া ক্লিনিকে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহী—–রাজিউন)

তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আছর বাদ লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে লোহাগড়া বাজার সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মুত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

দুপুরে জাহিদুর রহমান রিকাতের কফিনে দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাবেক নড়াইল পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সস্পাদক এস এম ফেরদৌস রহমান, শাহরিয়া রিজভী জর্জ, উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুসা মোল্যা প্রমুখ।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ সকল নেতা কর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন । বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT