র্যাবের অভিযানে প্রায় সোয়া কোটি টাকার হোরোইন উদ্ধার
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ০১:৩৬, ৬ জুলাই, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোটি টাকার উর্ধ্বে হোরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে ১ কেজি ১৯৫ গ্রাম হোরোইন উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাবের দাবী গ্রেফতার যুবক একজন হোরোইন ব্যবসায়ী।
হোরোইনসহ গ্রেফতার যুবক জেলার সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের টিকরামপুর মধ্যপাড়া এলাকার মো. মহসিন আলীর ছেলে মো. আফসার আলী (৩৫)।
এ বিষয়ে র্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক দুপুর সোয়া ২ টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, অবৈধ মাদক হোরোইনসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে রোববার দুপুর ১২টায় জেলার সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গার শুকনা পাড়া গ্রামের তোফাজ্জল হোসেন তপুর আমবাগানে অভিযান পরিচালনা করে।
এ সময় ১ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ১৯৫ গ্রাম হোরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয় আফসারকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী আসামী আফসার দীর্ঘদিন ধরে হোরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে নবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।