ঢাকা (রাত ৩:১২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে হামলা আহত ২, আটক ১

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার দুপুর ০২:৪৯, ১৭ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে  রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর তোলার প্রতিবাদ করায় একটি গ্রুপের সশস্ত্র হামলায় দুইজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায়।  আহতরা হলেন রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নেওয়া বদিয়জ্জামান সরকার ও তার ভাতিজা হোসেন আলী। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় আঃ লতিফ, আশরাফুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, নুরুজ্জামান, খবির উদ্দীনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,বদিয়জ্জামান সরকার দীর্ঘদিন ধরে লিজ সূত্রে তার বাড়ির সামনের পুকুর পাড়ের ৪ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি সেখানে জোড় করে ঘর তোলেন সংঘবদ্ধ চক্রের অভিযুক্ত ওই ব্যক্তিরা। তার প্রতিবাদ করলে চক্রের মূলহোতা আঃ লতিফ, আশরাফুল ও কুদ্দুসসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা চালায়। তবে অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট চক্রের ইন্ধনে অভিযুক্তরা হামলা চালিয়েছে।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এঘটনায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে  নুরুজ্জামান নামে মামলার এক আসামীকে আটক করা হয়েছে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়।তবে বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

 

 

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT