ঢাকা (সকাল ৮:৩৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


রাণীনগরে পাঁচ জুয়ারী আটক

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock মঙ্গলবার দুপুর ০১:৫৩, ৪ আগস্ট, ২০২০

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে আটক করেছে। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, রবিবার রাতে উপজেলার চক বলরাম গ্রামে টাকা দিয়ে তাসের মাধ্যমে একটি বাড়ীতে জমজমাট ভাবে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তি ওসি’র নেতৃত্বে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতী টের পেয়ে জুয়ারীরা দৌড়ে পানি ভেঙ্গে পালানোর চেষ্টা করে। পরে থানাপুলিশ পানি ঝাঁপিয়ে পূর্ব চকবলরাম গ্রামের তসলিম উদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম
(২০),একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে আতিক সরদার (২৮),পশ্চিম গোবিন্দপুর গ্রামের বাবুর আলীর ছেলে আরিফ হোসেন (২২),জহুরুল হকের ছেলে স্বপন (১৯) ও ভুট্র আলীর ছেলে

রানা আহম্মেদ (২০) কে আটক করে। আটক কৃত পাঁজনসহ আরো অজ্ঞাতনামা ৬/৭জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT