রহনপুরে চামচের জয়গানে নৌকার পালে হাওয়া লাগেনি
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার রাত ১০:৪৩, ৩১ জানুয়ারী, ২০২১
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনে এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর কোন প্রকার গোলোযোগ ছাড়াই প্রদেয় ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন চামচ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. মতিউর রহমান মতি। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী বিশ্বাস। আর গোলাম রাব্বানীর থেকে মোট ৫ শত ৬৫ ভোট বেশি পেয়ে পৌর পিতা নির্বাচিত হয়েছেন মতিউর রহমান মতি।
শনিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় রহনপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, রহনপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতাকারী মো. মতিউর রহমান মতি চামচ প্রতীকে ৭ হাজার ৬ শত ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকের গোলাম রাব্বানী বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৬২ ভোট। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো.তারিক আহমেদ পেয়েছেন ২ হাজার ৮ শত ৮০ ভোট এবং বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের মো. আশরাফুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২ শত ৫ ভোট ও নারিকেল গাছ প্রতীকের ডা. মফিজ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৭৬ ভোট।
এছাড়াও মেয়র পদের আরো ২ স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের নূরে আলম সিদ্দিকী বিপ্লব পেয়েছেন ৮৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী ডাব প্রতীকের ডা. জোহনা খাতুন ফ্রেডিক পেয়েছেন ৫০ ভোট। এর আগে রাত সাড়ে আটটার দিকে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উত্তেজনার প্রেক্ষিতে প্রায় দেড় ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রাখতে বাধ্য হয় নির্বাচন অফিস। এদিকে ভোটের দিন শনিবার ১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা ভোটের সময় কেন্দ্রগুলো ঘুরে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। আর তাই নির্বাচনকে ঘিরে পুরো এলাকা জুড়েই ছিল উৎসব মুখর পরিবেশ। কোথাও কোন প্রকার গেলোযোগ লক্ষ্য করা যায়নি।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। রহনপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৮৪ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৯১৩ জন। মেয়র পদে প্রতিদ্বন্দিতাকারী প্রত্যেক প্রার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবী করেছেন।
উল্লেখ্য, শুরু থেকেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্বে নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করে আসছিলেন নৌকার বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি। এ নিয়ে উভয়েই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দোষারোপ করেছেন। আর শেষ পর্যন্ত চামচের জয়গানে ধানের শীষে তো বটেই নৌকার পালেও হাওয়া লাগেনি।