ঢাকা (রাত ৪:২৮) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুর বিভাগে এবি পার্টির ৪ জেলা কমিটি গঠন

রাজনীতি ২১৪৯১ বার পঠিত

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock সোমবার রাত ১০:৫৪, ৪ জানুয়ারী, ২০২১

রংপুর বিভাগের সংগঠক নেতাদের নিয়ে রাজনৈতিক কর্মশালা করেছে নবগঠিত এবি পার্টি। এছাড়া লালমনিরহাট নীলফামারী জেলার ৪টি উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে দলের নেতারা বলেন, তিনটি বুর্জোয়া রাজনৈতিক দল ৪৯ বছর দেশ শাসন করেছে। অবকাঠামোগত উন্নয়নের আড়ালে তারা লুটে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। তাদের হাতে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, জন নিরাপত্তা, রাজনৈতিক ঐতিহ্য, পরমত সহিষ্ণুতা, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ ইত্যাদি সব ধ্বংস হবার পথে। আদর্শিক দলগুলো ছিল এই তিন দলের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগী।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল গত ৩১ ডিসেম্বর থেকে রংপুরে সফর করেন।

প্রতিনিধি দলে ছিলেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু হেনা মো.এরশাদ হোসেন সাজু, সদস্যসচিব মজিবুর রহমান মন্জু, সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাছেত মারজান সহকারী সদস্যসচিব এডভোকেট আব্দুর রউফ।

বিভিন্ন উপজেলা কমিটি গঠন উপলক্ষে সমাবেশ আয়োজন করা হয়।

এরমধ্যে পাটগ্রাম উপজেলার কর্মী সম্মেলন হয় জানুয়ারি সীমান্তবর্তী বুড়িমারী স্থল বন্দরে রাত ৯টায়। এতে ব্যাপক জনসমাগম হয়। এছাড়া, নীলফামারী সদর, হাতিবান্ধাসহ কয়েকটি উপজেলায় কমিটি গঠিত হয়।

সমাবেশের ফাঁকে ফাঁকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT