ঢাকা (সন্ধ্যা ৭:৪৮) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

যাত্রীসেবায় নির্ভরতার প্রতীক আর এম এন্টারপ্রাইজ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার দুপুর ০৩:২৫, ৯ ফেব্রুয়ারী, ২০২২

মহাসড়ক থেকে সিএনজি অটোরিকশা উঠিয়ে দেওয়ার পরপরই ঢাকাচট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও থেকে দাউদকান্দি টোলপ্লাজায় আরএম এন্টারপ্রাইজ এর ৪০টি মিনিবাস নিরবিচ্ছিন্নভাবে প্রায় বছর যাবৎ যাত্রীসেবা দিয়ে যাচ্ছে।

এই রুটে স্থানীয়দের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এই পরিবহন সংস্থাটি। যাত্রীসেবার উত্তরোত্তর মান বৃদ্ধি করণে সাধারণ মানুষের নিরাপদ নির্ভরতার প্রতীক হয়েছে।

প্রায় ২৫ কিলোমিটার জুড়ে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দিচ্ছে এই পরিবহনের মিনিবাসগুলো। দক্ষ চালক হেলপার আর মালিকপক্ষের সমন্বয়ে ত্রুটিপূর্ণভাবে সেবা দিচ্ছেন আর এম এন্টারপ্রাইজ।

যাত্রীদের নেই কোনো অভিযোগ, সেবার পরিধি বাড়াতে আরও কিছু মিনিবাস যোগ হতে পারে এই পরিবহন বহরে।

বলা যায়এই রুটে মিনিবাস সার্ভিস চালু হওয়াতে স্থানীয়দের ভোগান্তি কমেছে, অপরদিকে অনেকের কর্মসংস্থান হয়েছে। কমেছে বেকারত্ব। স্থানীয় হাটবাজারগুলোও জমে ওঠেছে।

ভবেরচর স্ট্যান্ড থেকে আসা এক মধ্য বয়সী পুরুষ জানান, এই বাসগুলো থাহাতে আমরা সহজে আসা যাওয়া করতে পারছি, আগে আমগো সমস্যা ছিলো।

দাউদকান্দি টোলপ্লাজা থেকে সোনারগাঁও এর উদ্দেশ্য যাওয়া এক মহিলা যাত্রীর সাথে কথা হলে তিনি জানান, সিএনজি অটোরিকশা না থাকায় আমরা হাইওয়ে রুটে চলতে অনেক দুর্ভোগ পোহাতে হত, এই রুটে মিনিবাস সার্ভিস চালু হওয়ার পর থেকে আমরা সহজে একস্থান থেকে অন্যত্রে আসা যাওয়া করতে পারছি।

গজারিয়া বাউশিয়া গ্রামের .খন্দকার মোশাররফ হোসেন কলেজ এর এক শিক্ষার্থী জানান, আমাদের এলাকার অনেক শিক্ষার্থী .খন্দকার মোশাররফ হোসেন কলেজে অধ্যয়ন করছে, আমরা আগে এই কলেজে আসা যাওয়া করতে অনেক বিড়ম্বনায় পড়তে হতো। এখন এই মিনিবাসসার্ভিস চালু থাকায় সময় বাঁচে এবং সময়মতো আমরা কলেজে আসতে পারছি।

মালিকরাও চায়, এই রুটে তাদের যাত্রীসেবার মান বাড়াতে। এজন্য তারা গাড়ির সংখ্যা বৃদ্ধিসহ নানা ইতিবাচক উদ্যোগ হাতে নিয়েছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT