ঢাকা (দুপুর ১:৪৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মৌলভীবাজারের বড়লেখায় অস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি

অন্যান্য ২৩৩২ বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখায় অস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০৩:৫৬, ৫ অক্টোবর, ২০১৯

​​মোঃ ইবাদুর রহমান জাকির, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় অস্ত্রসহ মো. আবুল কাসেম (৩৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আইনি পক্রিয়া শেষকরে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কৃষ্ণনগর (বোবারথল) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবুল উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।
বিজিবি ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে বিজিবি সদস্যরা বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল হামিদের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৩৭৬ এর কৃষ্ণনগর এলাকায় অবস্থান নেন। এ সময় তারা একটি দু-নালা বন্দুকসহ চারজনকে সীমান্ত এলাকায় প্রবেশ করতে দেখেন।
বিজিবির সদস্যরা তাদের ধরার জন্য ধাওয়া দিলে দু-নালা বন্দুকসহ (নম্বর-১১৯৮১৬) আবুল কাশেম ধরা পড়েন। তবে তার সাথে থাকা অন্য তিনজন পালিয়ে যান। পরে তার দেহ তল্লাশি করে দুইটি কার্তুজ (স্টারলিং- ১২ ইতালি) পাওয়া যায়। বিজিবির জিজ্ঞাসাবাদে, আবুল কাশেম অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি জানিয়েছেন, অন্য একজনের থেকে অস্ত্রটি নিয়েছেন।
সূত্র জানিয়েছে, ১১৯৮১৬ নম্বরের বন্দুকটি জনৈক আব্দুর রহমানের নামে নিবন্ধন করা।
ঘটনায় বিজিবির বিজিবির বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল হামিদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে আটক হওয়া মো. আবুল কাশেম ও পলাতক তিনজনসহ চারজনের নামে বড়লেখা থানায় এজাহার দিয়েছেন।
পলাতক আসামিরা হচ্ছে- সদর ইউনিয়নের সতকরাকান্দি গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. মঞ্জুরুল হক (৩৫), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামের নূর মেম্বারের ছেলে মো. হাফিজুর রহমান ও দক্ষিণ গান্ধাই এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে মো. আব্দুল জব্বার পংকী।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘বিজিবি অস্ত্র-কার্তুজসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি অস্ত্রটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অস্ত্রটি কার নামে নিবন্ধন করা এটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় চার জনের নামে মামলা দিয়েছে বিজিবি। আইনি পক্রিয়া শেষকরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT