মহেশখালী থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল হাই
শফিউল আলম,কক্সবাজার সোমবার সন্ধ্যা ০৬:২৫, ২৮ সেপ্টেম্বর, ২০২০
মহেশখলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব, মোহাম্মদ আব্দুল হাই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তিনি মহেশখালী থানা ওসি হিসাবে যোগদান করেন।
মহেশখলী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর তিনি জানান, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সহিত সঠিকভাবে পালন করতে সকলের কাছে সহযোগীতা কামনা করি।
তিনি আরও জানান, মহেশখালী উপজেলা সকল মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ও জুয়া চাঁদাবাজ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি। আমি মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’