ভোলায় দু’টি ট্রলার সহ ২০মন জাটকা ইলিশ জব্দ
মোঃ কামরুজ্জামান শনিবার রাত ১১:২৩, ১৪ ডিসেম্বর, ২০১৯
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের মেঘনা নদী থেকে দু’টি ট্রলার সহ প্রায় ২০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (৮ডিসেম্বর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত মেঘনা নদীর সামরাজ মৎস্যঘাট এলাকা থেকে ট্রলার ও মাছগুলো জব্দ করা হয়। চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, রবিবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত আউট পোষ্ট চর-মানিকার বাংলাদেশ কোস্ট গার্ড কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন মেঘনা নদীর খেজুর গাছিয়া এলাকায় অভিযান চালিয়ে দু’টি ট্রলার সহ প্রায় ২০মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭লাখ টাকা। মাছগুলো ১২টি এতিমখানা ও অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে। কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন বলেন, অবৈধ কারেন্ট ও বেহেন্দী জাল দিয়ে নদী বা সাগর থেকে জাটকাসহ সকল প্রকার ছোট মাছগুলো মেরে ফেলা হয়।