ঢাকা (দুপুর ২:১০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় কোমরে জোড়া লাগানো যমজ শিশু ভূমিষ্ঠ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০১:৫৭, ২৫ সেপ্টেম্বর, ২০২২

ভোলায় কোমরের অংশ জোড়া লাগানো যমজ শিশু ভূমিষ্ঠ হয়েছে। গত শুক্রবার দুপুরে ১টার দিকে ভোলা শহরের বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের মাধ্যমে মনিমুক্তা (২২) নামের এক প্রসূতি তাদের প্রসব করেন।

মনিমুক্ত জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। তর স্বামীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তার স্বামী সাইফুল ইসলাম একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান।
প্রসূতির স্বামী সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের দিকে তার স্ত্রীর প্রসব বেদনা উঠে। এ সময় তাকে দ্রুত ভোলা শহরের বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার জান্নাত-ই-আলমের অস্ত্রোপাচারের মাধ্যমে শিশু দুটি ভূমিষ্ঠ হয়। তবে শিশু দুইটির কোমরের অংশে জোড়া লাগানো রয়েছে।

তিনি আরো জানান, তার ৪ বছর বয়সী আরেকটি কন্যা সন্তান রয়েছে। সেই সন্তানটি নরমাল ডেলিভারীতে জম্ম হয়েছে। কি কারণে দ্বিতীয় সন্তানের সময় এমনটা হলো তা ভেবে পাচ্ছেন না তিনি।

ডাক্তার জান্নাত-ই-আলম বলেন, সাধারণত নারীদের গর্ভে সন্তানের অবস্থান কেমন। সেটা জানতে হলে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করতে হয়। তাহলে বাচ্চা জোড়া লাগানো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। এই প্রসূতি যথাসময়ে আল্ট্রাসনোগ্রাম করেনি। তার আল্ট্রাসনোগ্রামে বিলম্ব ছিল। যার ফলে তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ শিশু থাকার বিষয়টি এসেছে। কিন্তু শিশু দুইটি যে জোড়া লাগানো তা আসেনি। বর্তমানে নবজাতক দুইটি ও তাদের মা সুস্থ রয়েছেন।

ওই চিকিৎসক আরো জানান, জোড়া লাগানো শিশু দুইটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হলে ভালো হবে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT