ভোলায় অটোরিক্সা ও পিকআপের মুখোঁমুখি সংঘর্ষে নিহত ১; আহত ৩
কামরুজ্জামান শাহীন,ভোলা রবিবার রাত ০২:১৭, ২৫ সেপ্টেম্বর, ২০২২
ভোলার বোরহানউদ্দিনে অটোরিক্সা ও পিকআপের সংঘর্ষে সুমন নামে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথায় বাজার সংলগ্ন ওমর আলী হাজী বাড়ী দরজার (বৌদ্দ বাড়ী) সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টবগী গ্রামের জেবল আহমেদ পাটোয়ারী বাড়ীর জয়নাল মেস্তরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় বাজার সংলগ্ন ওমর আলী হাজী বাড়ী দরজায় (বৌদ্দ বাড়ী) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কে একটি অটোরিক্সা ও মাছের পিকআপের (ঢাকা মেট্রো – ন ১৩০৫৪২) সাথে মুখোমুখি সংঘর্ষ অটোরিক্সার ৪ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রোরহানউদ্দিন হাসপাতাল নিয়ে যান। পরে সেখান তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ভোলা সদর হাসপাতাল পাঠিয়ে দেন। তাদের মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামের একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিয়া বাড়ির বিল্লালের ছেলে মো. রাসেল (৩৫) বোরহানউদ্দিন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান ও একই এলাকার হাবিবের ছেলে (অটোরিক্সা ড্রাইভার) রফিক (৩২) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকী একজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি।