ঢাকা (সকাল ৯:১৫) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন 

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ০২:১১, ৬ মার্চ, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নবনির্মিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ অডিটোরিয়ামের উদ্বোধন করেন। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। জেলা পরিষদের বাস্তবায়নে এতে ব্যয় হয়েছে ৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিটোরিয়ামটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। আজকে অডিটোরিয়ামটির শুভ উদ্বোধন হলো। বাংলাদেশের মতো দেশে উপজেলা পর্যায়ে এরকম অডিটোরিয়াম নির্মাণের মধ্য দিয়ে প্রমাণ হলো বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়। বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার নিজস্ব কোনো ভবন না থাকায় এর প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা জনমিলন কেন্দ্রটিকে পৌরসভা কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। এতে উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটা ঝিমিয়ে পড়ে। তখন থেকেই একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জোরালো হতে থাকে। অবশেষে বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যবর্তী ভূমিতে মৌলভীবাজার জেলা পরিষদের বাস্তবায়নে ৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে অডিটোরিয়াম নির্মাণের প্রকল্প গ্রহণ করে। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে এসে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT