বিষন্নতা
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০১:০৩, ২২ এপ্রিল, ২০২১
জীবন বিষণ্নতা
মোঃ বুলবুল হোসেন
জীবনে আজ বিষন্নতা
পিছন স্মৃতি রঙিন,
এখন স্বপ্ন মরীচিকা
নতুন স্বপ্ন মোড়ানো।
জীবন যাচ্ছে জোয়ার ভাটায়
কখনো বৃষ্টির জল,
জ্যোৎস্না রাতে আলো ছায়া
কখনো নয়নজল।
মনে পড়ে সোনালী দিন
সূর্যের মতো উজ্জ্বল,
সত্যি জীবন অন্ধকারে
চোখে জমানো জল।
ভালো থাকার ইচ্ছেটুকু
বলে তুই পারবি না,
আপন যারা ভুলে মায়া
বেলা শেষ হবে না।
দিনের শেষে ফিরে নীড়ে
লাগে বড় একা,
আশাহীন দীপশিখার মাঝে
স্বপ্ন অতিবোকা।