ঢাকা (বিকাল ৪:৫১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবানের আলীকদমে এনজিও’র প্রকল্পে স্হানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন

আলীকদম উপজেলা ২১২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৪:৩৩, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রকল্পে স্হানীয় শিক্ষিত বেকার ছেলে মেয়েদের অগ্রাধিকার ভিওিতে নিয়োগ দেওয়ার দাবীতে এক বিশাল মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে ।

আজ মঙ্গলববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে সম্মিলিত ছাত্র ও যুব সমাজ এর ব্যানারে এ মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্দনে স্হানীয় শিক্ষিত বেকার ছাত্র/ছাত্রী ছাড়াও বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী উপস্হিত ছিলেন।
উক্ত মানব বন্ধনে উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,উপজেলা আওয়ামী লীগ নেতা সমরঞ্জন বড়ুয়া, ইছাহক মেম্বার, উপজেলা ছাএলীগের সভাপতি সৌরভ পাল ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল সহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।

মানব বন্ধন শেষে ৫ টি অনুচ্ছেদে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রদান করা হয়। উক্ত স্মারক লিপিতে ৯৮ জন শিক্ষিত বেকারের স্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করেন আলীকদম উপজেলার সকল দলমত নির্বিশেষে শিক্ষিত বেকার ছাএ ও যুব সমাজ।

স্বাক্ষরকারীদের অন্যতম উপজেলা ছাত্রলীগের সভাপতি স্মারকলিপিতে তথ্য তুলে ধরে বলেন – বিগত ২০১১ সালের আদমশুমারীর তথ্য মতে আলীকদম উপজেলায় জনসংখ্যা এখন ৫০ হাজার। এ উপজেলায় ক্রমবৃদ্ধি জনগোষ্ঠীর মাঝে বর্তমানে শিক্ষিত বেকার ছেলে – মেয়েদের সংখ্যা আনুমানিক ২ হাজার। এই ২ হাজার শিক্ষিত বেকার যুব সমাজের সামান্য অংশ্যই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সরকারি অন্যান্য দপ্তরে নিয়োগ পাচ্ছে, কিন্তুু সরকারি চাকুরীর বাইরে থাকছে এই উপজেলার অনেক শিক্ষিত বেকার যুব সমাজের একটা বিশাল অংশ।

স্মারকলিপিতে বলা হয় – গত ২ দশক থেকে আলীকদমে বিভিন্ন এনজিওর একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে। কারিতাস, গ্রীণ হিল গ্রাউস,বিএনকেস,সোনে ইন্টারন্যাশনাল, এনজেএড একতা মহিলা সমিতি,দাতা সংস্হা, ইউএনডিপি সহ একাধিক এনজিওর উন্নয়ন প্রকল্পে স্হানীয়রা নিয়োগ পাচ্ছে না। এসব প্রকল্পের নিয়োগ প্রাপ্ত জনবল ৯৯% জেলা কিংবা উপজেলার বাইরের লোকজন। প্রতিবছর এ উপজেলায় বাড়ছে জনসংখ্যা সেই সাথে বাড়ছে শিক্ষিত বেকার ও যুব সমাজের সংখ্যাও।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় অনেক এনজিও প্রকল্পগুলোর কাজ দৃশ্যমান নয়। এ সব প্রকল্পের কার্যক্রম শুরুর আগে উপকার ভোগী জনগোষ্ঠী বাছাই করে এবং স্হানীয় ইউনিয়ন পরিষদের সাথে সম্মনয় করা হয় না। পাশা পাশি জনবল কাঠামো নিয়োগের ক্ষেত্রে স্হানীয় ভাবে নিয়োগ পএ প্রচার করেন না এনজিও সমূহ।

স্হানীয় শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান না হলে হতাশা থেকে এদের অনেক বিপথে পা বাড়ানোর আংশকা প্রকাশ করেন,আলীকদম উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিওর জনবল কাঠামোর সকল স্তরে মধ্যে শিক্ষত বেকার ছেলে মেয়েদের জন্য ৮০% কোটা সংরক্ষণের দাবি করেন মানব বন্ধন ও স্মারকলিপিতে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT