ঢাকা (রাত ২:৪২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

বিনোদন ২৫১৫ বার পঠিত
ইরফান খান
ইরফান খান

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার বিকেল ০৪:৪৩, ২৯ এপ্রিল, ২০২০

বলিউডের দাপুটে অভিনেতা  ইরফান খান আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে নির্মাতা সুজিত সিরকার  টুইটারে পোস্ট দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হন এ অভিনেতা।  মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় তাকে।

প্রথমে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালের ভর্তি হলেও হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে(আইসিইউ) রাখা হয়।   হাসপাতালে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও তার সঙ্গে ছিলেন। কিন্তু বেঁচে ফিরলেন না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় শায়িত হলেন এ অভিনেতা।

মাত্র চার দিন আগে ইরফান খানের মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। তবে ভিডিওকলে মায়ের দাফন কার্যক্রম দেখেছেন দূর থেকে। ক’দিন যেতে না যেতে তিনিও মায়ের কাছে চলে গেলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT