বন্যার্তদের পাশে দাঁড়ালো বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালয়েশিয়া
মোঃইবাদুর রহমান জাকির বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৩, ২৬ মে, ২০২২
মালয়েশিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সংগঠন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালয়েশিয়া (২৫ মে) বুধবার দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের বন্যার্তদের মাঝে এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে, স্বেচ্ছাসেবকদের দিয়ে বাড়ী-বাড়ী গিয়ে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে চাল, ডাল, পিয়াজ, তৈল, আলু, লবন ও খাওয়ার স্যালাইন হাতে তুলে দেয়া হয়।
এ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত করা হয়।
ট্রাস্টের সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আবুল হাসান ইমন কার্যক্রম বাস্তবায়ন করতে পেরে প্রশংসা করে বলেছেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। এর মধ্যে আমরা কিছু প্রতিবেশী বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশার অংশিদার হতে পেরে, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি।