ঢাকা (রাত ১১:১৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বন্যাদুর্গতদের পা‌শে কুড়িগ্রাম পুলিশ সুপার

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম  সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম  Clock সোমবার রাত ০১:৪৬, ২৭ জুন, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে বন্যা কবলিত ২৩০ বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হ‌য়ে‌ছে। র‌বিবার(২৬ জুন) বি‌কে‌লে উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হাতিয়া ইউনিয়নের চর গুজিমারী ও মাঝিপাড়া গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়।

কু‌ড়িগ্রাম পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরার উ‌দ্যো‌গে এবং জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় প্রতি‌টি প‌রিবা‌রের মা‌ঝে ৫ কেজি চাল, ২ কে‌জি চিড়া, ডাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি করে বিতরণ করা হয়। এসময় শিশু-কিশোরদের মা‌ঝে দু‌টি ফুটবল উপহার দেন পু‌লিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএস‌সি, উপপ‌রিদর্শক (এসআই) মশিউর রহমান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT