ঢাকা (দুপুর ১২:১৫) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা : কবি তোফায়েল আহমেদ

কবিতা ২১০৬২ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার দুপুর ০৩:২৯, ২৩ জুলাই, ২০১৯

জনদুর্ভোগে বন্যার জুড়ি নেই বাংলাদেশে
বৃষ্টি মিলায় সাথে হাত,
ভয়,আতংকে রাত দিন কাটে ভুক্তভোগীদের
জলের বাড়ন্ত প্রভাত।

বর্ষার অস্বাভাবিক মহা রুপকে বন্যা বলে থাকে
চারদিকে পানির বেড়া,
নৌকা বিনা অচল জীবন, বাস্তব বন্দি মাচার
উপরে বসবাস করে উপোষে ওরা।

সম্ভাবনাময় ফসলের মৃত্যু, আগাছারা করে
ভাসমানে জমি দখল,
অসহায় গবাদি পশুরা কত ভেসে যায় বন্যার
স্রোতে,মানুষ ব্যঞ্জিত ভাবনায় পাগল।

ঘর বাড়ি নড় বড় করে, উঠোনে পানির খেলা
ফল বৃক্ষের দাড়িয়ে থাকা অকাল মৃত্যু,
জীবন যাপন সংকীর্ণ বিপদে কোনঠাসা হয়ে
পড়ে, ক্ষুধায় কাঁপে শিশু আবাল বৃদ্ধের পিত্ত।

রাস্তা ঘাট সব তলিয়ে যায়,মৃত মানুষের কবর
করার শুকনো জায়গা থাকেনা,
ভাসিয়ে দেয় মৃত দেহ বন্যায় সাহায্য চায় এক আল্লায়,লাইলাহা কালেমা ছাড়া মুখে থাকেনা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT