ঢাকা (রাত ১:৪৪) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ার সান্তাহারে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock মঙ্গলবার রাত ১০:৫০, ১ ডিসেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গোলাম রাব্বানী (২৫) ও আসাদুল ইসলাম (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের সাইলো সড়কে গত সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ পৌর এলাকার উপর পৌঁওতা গ্রামের নুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বানী ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর গ্রামের আকবর আলীর ছেলে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন সাংবাদিকদের জানায়, মঙ্গলবার ওই দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT