বগুড়ার সান্তাহারে ফলজ বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) শনিবার ১২:৩৮, ১২ সেপ্টেম্বর, ২০২০
বগুড়ার আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকার জনৈক তমিজ উদ্দিনের একটি ফলজ বাগানে আম, সুপারি, পেয়ারা, পেঁপেসহ বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে-বা কারা এই ঘটনা ঘটায়। আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকায় বসবাসকারি তমিজ উদ্দিন জানান, তার জায়গায় আম সুপারি, পেয়ারা, লেবু, কলা, পেঁপেসহ বিভিন্ন জাতের ফলজ গাছের বাগান করেন। লাগানো অনেক গাছই বড় হয়ে এবার ফল ধরেছিল আবার অনেক গাছে ফল আশার উপক্রম হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে শক্রতাবসত বাগানের ফলজ গাছ কেটে ফেলে বিপুল ক্ষতিসাধন করেছে। উক্ত ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।