ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গড়েয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
সেলিম রেজা,ঠাকুরগাঁও শুক্রবার সন্ধ্যা ০৭:৪৯, ৩০ অক্টোবর, ২০২০
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিরুদ্ধে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ফুটানি বাজার মোড়ে ফুটানি বাজার যুব সমাজের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসম বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর বিরুদ্ধে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যানুয়েল ম্যক্রর শাস্তি দাবি করেন এবং ফ্রান্সের সমস্ত পণ্য সামগ্রী বয়কট করার জন্য বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলিমদের আহ্বান করেন।
এ সময় তারা পুরো বিশ্বের সকল মুসলিমকে এক হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াবার আহবান করেন। এরকম দুঃসাহস কেউ যেন আর দেখাতে না পারে এজন্য প্রতিটি মুসলিমকে এক হওয়ার জন্য মানববন্ধন থেকে আহবান করা হয়।