পোলাডাংগা সীমান্তে সোয়া ৪ লক্ষ পাতার বিড়ি উদ্ধার, ভুটভুটিসহ যুবক আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার রাত ০১:৩১, ৩১ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের জেকে পোলাডাংগা সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে প্রায় সোয়া ৪ লক্ষ পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ সময় শ্যালো মেশিন চালিত একটি ভুটভুটি গাড়ি জব্দ করা হয়। আটক করা হয় এক যুবককে।
আটককৃত যুবক জেলার ভোলাহাট উপজেলার মুসরীভূজা এলাকার চামা মুসরীভূজা গ্রামের রেজাইল করিমের ছেলে আব্দুর রহিম (৩৫)।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টায় জেলার ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্ত এলাকায় বিওপির সুবেদার মো. আজিজুল হকের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ২০২ মেইন হতে ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জামতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় শ্যালো মেশিন চালিত একটি ভুটভুটি গাড়ি তল্লাশি করা হলে সেখান থেকে ৪ লক্ষ ১২ হাজার ৮ শত পিস নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। অভিযানে ভুটভুটি গাড়িটি জব্দ করা হয় এবং রহিমকে আটক করা হয়। তবে রহিমের সহযোগী একই উপজেলার মুসরীভূজা এলাকার বিন্দুপাড়া গ্রামের আলফুর ছেলে মাহিদুল ইসলাম (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত পাতার বিড়ি ও জব্দকৃত ভুটভুটি গাড়ীর সিজার মূল্য ৫ লক্ষ ৩২ হাজার ৮ শত টাকা।
পরে পাতার বিড়ি, ভুটভুটিসহ ধৃত ও পলাতক আসামীর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।