পীরগাছায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন/মেলা-২০২০
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2020/07/110024548_231905437780635_1285957544879821266_n.jpg)
মোঃ কামরুজ্জামান
বৃহস্পতিবার বেলা ১২:৪৩, ১৬ জুলাই, ২০২০
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ‘ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়, এ প্রতিপাদ্য নিয়ে রংপুরের পীরগাছায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন/মেলা-২০২০ আজ বুধবার (১৫ জুলাই) পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলায় ৩২টি খামারের মালিক কয়েক শ ছাগল নিয়ে আসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামছুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দিুল আজিজ, নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী, মডেল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রধান প্রমুখ। মেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. ফরহাদ নোমান শিমুল, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা সমাজ সেবা কর্মকতা এনামুল হক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।