ঢাকা (দুপুর ১:২৬) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পলাশবাড়ীর ৫৯টি মন্দিরের নিরাপত্তায় মাইক্রোবাসে অস্ত্রধারী আনসারদের টহল

তারেক আল মুরশিদ,গাইবান্ধা তারেক আল মুরশিদ,গাইবান্ধা Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৩৮, ২৩ অক্টোবর, ২০২০

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৯টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয় অস্ত্রসহ মাইক্রোবাসে দায়িত্ব পালন করছে আনসার-ভিডিপির টহলটীম।

পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার প্রত্যেকটি পূজা মন্দির ও মন্ডপে দিন-রাত ২৪ ঘন্টা পালাক্রমে দায়িত্বপালন করছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী এস.এম.পাইলট সরকরী উচ্চ বিদ্যালয় মাঠে মিশন শুরু করেন আনসাররা।

এসময় সমবেত আনসার সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। তিনি বলেন, মন্দির সমূহে যে কোন ধরণে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনসহ আনসার সদস্যদের সব সময় সজাগ থাকতে হবে।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ময়নুল হক। তিনি জানান, ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫৯টি মন্দিরে মোট ৮০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। মোট ৬টি গাড়ীতে ৬জন করে অস্ত্রসহ আনসার সদস্যের টহলটীম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

 

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT