ঢাকা (সকাল ৬:৩১) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নোয়াখালী সোনাইমুড়ীতে রহস্যময়ভাবে সিএনজি চালকের মৃত্যু

রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী Clock বৃহস্পতিবার রাত ০৯:২৩, ২৭ আগস্ট, ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ীতে (২৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে এক সিএনজি চালকের রহস্যময় লাশ উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ।

পুলিশ জানান, গত ২৪ আগষ্ট সন্ধ্যায় সিএনজি চালক খোরশেদ আলম (৩৫) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার দুপুরে চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের ফসলের মাঠের ভরা পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেয়। সোনাইমুড়ী থানার এসআই শাহআলম সঙ্গীয়ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির রহস্যময় মৃত্যুতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় এসে লাশটি সনাক্ত করে। নিহত সিএনজি চালক উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত ওসি গিয়াস উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT