ঢাকা (রাত ২:৫৭) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগেশ্বরীতে দলিল লেখকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নাগেশ্বরীতে দলিল লেখকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:১০, ৬ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাস, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলায় দলিল লেখকদের স্থায়ীভাবে বসার স্থানের  দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ  মিছিল  করেছে দলিল লেখকরা। নাগেশ্বরী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আয়োজনে বুধবার  (৬ নভেম্বর) দুপুর ১২টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে এই মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করেন ।

সমাবেশে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব শুকুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক রানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভেন্ডার প্রমুখ।

বক্তারা বলেন, আমরা ধীর্ঘদিন ধরে রাস্তার পাশে মাটিতে বসে দলিল লেখার কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশের সব জায়গায় দলিল লেখকদের সুন্দর পরিবেশে বসার জায়গা থাকলেও নাগেশ্বরীতে   আমাদের নেই। কিন্তু দুঃখের  বিষয় রাস্তার পাশে বসে কাজ করলেও সেখানে পাবলিক টয়লেট স্থাপন করায় আমাদের বসার স্থানটি এখন অনুপযোগী হয়ে পড়েছে।

মানবন্ধন শেষে তাদের বসার স্থান সংলগ্ন  পাবলিক টয়লেট স্থানান্তর এবং তাদের স্থায়ীভাবে বসার জায়গা করার দাবিতে একটি মিছিল  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT