ঢাকা (রাত ১১:৫১) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোবারক হোসাইন,ধর্মপাশা মোবারক হোসাইন,ধর্মপাশা Clock শনিবার সন্ধ্যা ০৭:১১, ২৭ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শহরতলী গ্রামের; নিজ বসতঘর থেকে শনিবার (২৭ আগস্ট) ভোর রাতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি; শহিদ মিয়া (৫২)-কে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার পাইকুরাটি  ইউনিয়নের শহরতলী গ্রামের বাসিন্দা; শহিদ মিয়া উপজেলার চিহ্নিত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে। ধর্মপাশা থানায় ২০১০ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে চলতি বছরের ২৮ জুলাই এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এতদিন তিনি পলাতক ছিলেন।

শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT