ঢাকা (সকাল ৮:৪৬) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশার মধ্যনগরে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শনিবার সন্ধ্যা ০৭:১৪, ১৩ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামে অজিৎস্মৃতি পাঠাগার প্রাঙ্গণে বাউল গান,ধামাইল গান,বাঘের শিরনি ধামাইল ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। (১২ মার্চ) শুক্রবার রাত আটটার দিকে স্থানীয় অজিৎ স্মৃতি পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে পাঠাগারের কক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগার পরিচালনা কমিটির সাবেক সভাপতি অবিশ্বাস সরকার।

পাঠাগারের সাংগঠনিক সুব্রত সরকারের সঞ্চালনে বক্তব্য দেন ত্রৈমাসিক মেঠোসুর পত্রিকার সম্পাদক ব্রতচারী  বিমান তালুকদার,বাউল লাল শাহ, অজিৎ পাঠাগারের সাধারণ সম্পাদক অসীম সরকার, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন চাকলাদার, গলুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ধনঞ্জয় চাকলাদার, সহকারি শিক্ষক গীতেশ সরকার প্রমুখ। রাত দুইটার দিকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এতে বিভিন্ন বয়সের দুই শতাধিক মানুষ অনুষ্ঠানটি উপভোগ করে।

লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা হলেন, বাউল লাল শাহ, ব্রতচারী বিমান তালুকদার, হিমাংশু সরকার,রূপালী রানী সরকার,বন্যা রানী সরকার,পলাশ সরকার,রাম প্রসাদ দাস, বিমল চন্দ্র শীল,বন্যা সরকার,মুন সরকার,তমা সরকার,মনি সরকার,জয়া সরকার,দৃষ্টি সরকার,রিয়া তালুকদার,প্রমা সরকার,তৃষ্ণা সরকার প্রমুখ।

অজিৎ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও ত্রৈমাসিক গাঙুর পত্রিকার সম্পাদক অসীম সরকার বলেন, সময়ের পালাবদলে  শতবছরের গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি এখন হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্মকে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এই লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পাঠাগারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT