ঢাকা (বিকাল ৩:২৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দেড় যুগ পরে সন্তান ফিরে পেলেন বাবা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:০৪, ১২ অক্টোবর, ২০২০

প্রায় দেড় যুগ আগে পিতার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল ইমন(১৯)। সন্তানকে ফিরে পেতে বহু চেষ্টা করেছে বাবা । কিন্তু ফিরে পাননি তার প্রিয় সন্তানকে। সেই সন্তানকে ফিরে পেলেন ১৮ বছর পর। ফেসবুকের কল্যাণে ছেলে ইমনকে ফিরে পেলেন বাবা।কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নের সাতদরগাহ্  মতিউল্লাহ্ পড়ায় মমিন মিয়ার বাড়ীতে তাই এখন খুশির বন্যা বইছে।

পরিবারের সদস্যরা জানান, ইমনের বয়স তখন মাত্র ১ বছর তখনই বিবাহ বিচ্ছেদ হয় মমিন মিয়া ও আসমা বেগম দম্পত্তির।আসমা বেগম ছেলেকে সাথে নিয়ে যায় বাবার বাড়ী কুমিল্লায়।কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।ইমনের ঠাঁই মেলে নানীর কাছে। বাবার নাম কি, বাবা কোথায়, বাবার কি করে নানান সম্পর্কে জানার স্পৃহা বেড়ে যায় ইমনের। নানা বাড়ীর সকলে বাবার পরিচয় লুকিয়ে রাখছে ইমনের নিকট।এক পর্যায়ে ইমন জানতে পারে কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নের সাতদরগাহ্ মতিউল্লাহ্ পাড়ার মমিন মিয়া তার পিতা।

ইমন জানায়, আমার বাবার পরিচয় জানতে মায়ের কাছে অনেক চেষ্টা করেছি মা কোনদিন আমাকে বাবার ঠিকানা দেয়নি।এই এলাকার একজনের সাথে ফেসবুকে পরিচয় হলে তাকে বলে বাবার সাথে ভিডিও কলে কথা বলি।বাবা কথার সাথে আমার জীবনকাহিনী মিলে গেলে বুঝতে পারি আমি ওনার হতভাগা সন্তান।  আজ আমি বাবার সন্ধান পেয়েছি ও বাবার নিকট ফিরে এসেছি । খুব ভালো লাগছে।

ইমনের বাবা মমিন মিয়া  বলেন, আজ নিজের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। যে কষ্ট এতদিন বুকে বেঁধে ছিল তা দূর হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT