ঢাকা (বিকাল ৩:০৮) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দীন বিশ্বাস চাউল আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock শুক্রবার রাত ১১:০২, ২৫ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দীন বিশ্বাস চাউল আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দীন বিশ্বাসকে চাউল আত্মসাৎ মামলার ফাইনাল চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছে আদালত। বাকী তিনজনের বিরুদ্ধে এ মামলা চলমান থাকবে বলে জানা গেছে।

চেয়ারম্যান দবির উদ্দীন বিশ্বাস বলেন, একটি মহল আমার পারিবারিক ইমেজ, উজ্জ্বল ভাবমূর্তি ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে  প্রশাসনকে ভুল বুঝিয়ে চাউল আত্মসাতের মত জঘণ্যগত গর্হিত কাজের মিথ্যা মামলা দায়ের করিয়েছিল। আমি মামলার ফাইনাল চার্জসিট থেকে মুক্তি পাওয়ায় মহান আল্লাহুর প্রতি শুকরিয়া আদায় করছি। দলীয় নেতা-কর্মী সমর্থক এবং জনগনকে সাথে নিয়ে আধুনিক গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় আমার আছে ইনশাল্লাহ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT