ঢাকা (রাত ১১:২৩) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দাউদকান্দিতে মহাসড়কে নৌকার মিছিল; মোবাইল কোর্টের অর্থদণ্ড

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৫৭, ২৬ ডিসেম্বর, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে নির্বাচনি আচরণবিধি ভেঙ্গে মিছিল করায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) বিকালে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার বিকালে গৌরীপুর ইউনিয়নে আচরণ বিধিমালা প্রতিপালনার্থে অভিযান পরিচালনাকালে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (ঘ) ধারা ভঙ্গ করে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে মিছিল ও লোকসমাগম করে যান ও জনসাধারণের চলাচল বিঘ্ন করার অপরাধে একই বিধির বিধি ১৮ অনুযায়ী ২৪৯ কুমিল্লা-১ আসনের প্রার্থী মো.আবদুস সবুরের পক্ষে সালাউদ্দিন রিপন (৪৫) কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এসময় প্রার্থীর সমর্থকদের আচরণবিধি বিষয়ে সতর্ক করা হয় এবং আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য অনুরোধ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT