ঢাকা (রাত ৩:০৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

শিক্ষাঙ্গন ২৩৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:৪৫, ৯ এপ্রিল, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ২০ এপ্রিল আবেদন শুরু হয়ে ১০ মে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আবেদন যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান শাখা (চতুর্থ বিষয় সহ) জিপিএ ৮ থাকতে হবে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখা (চতুর্থ বিষয় সহ) জিপিএ ৭.৫ এবং মানবিক শাখা (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.৫ নির্ধারণ করা হয়েছে।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। গত বছরের মতো এবারও বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
গত বছরের মতো এবারও ১২০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ আর ৪০ নম্বরের লিখিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (১০+১০) মোট ২০ নম্বর থাকবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT