ঢাকা (দুপুর ২:০৩) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়কের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন করলো স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:৪১, ৩০ জুলাই, ২০১৯

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁও শহরের চার লেন বিশিষ্ট সড়কের ডিভাইডারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের চৌরাস্তা থেকে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের ডিভাইডারে ৫শ ফলজ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট মোল্লা মো: কাওছার বলেন, গাছ লাগানো হচ্ছে; আপনারা এ গাছের যত্ন নিবেন। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া, তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর। এ ভাবনা থেকে স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে। গাছ গুলো বড় হলে মানুষের নজর কাড়বে ও ঠাকুগাঁও শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে।

বৃক্ষরোপন কমূসচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আজিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: আলী আবরার, মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মানিক ঘোষ।

এছাড়াও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক, মো: পান্নাসহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচি শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার জেলার পীরগঞ্জ উপজেলা ও পৌর কমিটির কাউন্সিলে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT