ঢাকা (দুপুর ১:০৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের প্রতিবাদে বিএনপির ফলাফল বর্জন

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock রবিবার রাত ১১:২৬, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

চতুর্থ ধাপে চলমান পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ভোটের আগের রাত থেকেই পৌরসভার প্রায় সকল ভোটকেন্দ্র দখল নেয় আওয়ামীলীগের লোকজন। ভোটের দিন সকাল থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয় এবং ২১ টি কেন্দ্রের মধ্যে ১৯ টি কেন্দ্র থেকেই ধানের শীষের এজেন্টদের বের করে দেয় তারা। ধানের শীষের কর্মী সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং সাধারন ভোটার যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তাদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। এ সকল অনিয়মের বিষয়ে প্রতিকার পেতে বারবার প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই প্রহসনের একতরফা এ নির্বাচনের ফলাফল বর্জন করতে আমরা বাধ্য হয়েছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ১১ টার সময় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT