ঠাকুরগাঁওয়ে পাট পন্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক সোমবার সন্ধ্যা ০৭:৫৫, ১০ জুন, ২০১৯
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পাট ও পাটপন্যের উৎপাদন ও অভ্যন্তরীন ব্যবহার বৃদ্ধি এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক আইন প্রয়োগ ও জোরদারকরণ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঠাকুরগাঁও জেলা শাখার সহযোগিতায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবৃল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রাজু, , চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মামুন উর রশিদ, পাট অধিদপ্তরের ঠাকুরগাঁও পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার প্রমুখ।
সভায় পাট, পাটপন্যের উৎপাদন ও অভ্যন্তরীন ব্যবহার বৃদ্ধি এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন “২০১০” প্রয়োগ ও জোড়দারকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।