ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ন্যায্য ভাড়ার দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সেলিম রেজা,ঠাকুরগাঁও শনিবার রাত ০১:৪৯, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
“কৃষক বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ “-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁও আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় ঠাকুরগাঁও আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির হিমাদ্রী ও হাওলাদার কোল্ড ষ্টোরেজ শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় হিমাদ্রী ও হাওলাদার কোল্ড ষ্টোরেজ শাখার সভাপতি মোঃ বাহাদুর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আন্জুমান আরা বেগম বন্যা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং জগন্নাথপুর ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, ঠাকুরগাঁও জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি,রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হিমাদ্রী ও হাওলাদার কোল্ড ষ্টোরেজ শাখার সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান খোকন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জোহা বাঁধন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিমাদ্রী ও হাওলাদার কোল্ড ষ্টোরেজ শাখার সাধারণ সম্পাদক সোহোরাব আলী।