ঢাকা (সন্ধ্যা ৬:২৩) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৬, ১ আগস্ট, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক মো: পান্না সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউটিনের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আগস্ট শোকের মাস। কিন্তু এ শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের সকল সদস্যকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও উপদেশ অনুসরণের আহ্বান জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT