টাঙ্গাইলে বিটেক শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১০:১২, ১৪ মার্চ, ২০২২
টাঙ্গাইলের কালিহাতিস্থ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের(বিটেক) শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশ করে চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা গ্রহনের দাবিতে বিক্ষোভ করেছে।
দীর্ঘদিন করোনার কারনে পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের সেশনজটে পড়ে যায়। তাই দ্রুত পরীক্ষা গ্রহনের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা দুপুর ১২টার সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের চারিদিক প্রদক্ষিণ করে, এ সময় তারা নানান স্লোগান দিতে থাকে এবং অধ্যক্ষ ইঞ্জি. মোঃ বখতিয়ার হোসেনের কাছে তাদের দাবী জানান।
এ সময় তারা জানায়, পরীক্ষা গ্রহনের ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও ৮৩ দিন পার হয়ে যাচ্ছে তারপরও তাদের ফল প্রকাশের কোন অগ্রগতি নেই। মারাত্মক সেশনজট নিরসনে পদক্ষেপ এবং বিগত সেমিস্টারের ফল প্রকাশ করে চলতি সেমিস্টারের পরীক্ষার রুটিন আজকের মধ্যে প্রকাশ করার দাবি জানান শিক্ষার্থীরা।
অধ্যক্ষ মো.বখতিয়ার হোসেন গণমাধ্যমকে বৈশ্বিক করোনা পরিস্থির দূরাবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা নিরাসনের আশ্বাস দেন।
তার আশ্বাসে আন্দলনকারী শিক্ষার্থীরা আগামীকাল পর্যন্ত তাদের কর্মসূচী স্থগিত করার ঘোষনা দেন এবং আগামীকালের মধ্যে দাবী আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন তারা।