ঢাকা (রাত ১২:১৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চুয়াডাঙ্গা জেলা সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম জনি, চুয়াডাঙ্গা মো: জহিরুল ইসলাম জনি, চুয়াডাঙ্গা Clock শুক্রবার রাত ০৯:২৮, ২৮ আগস্ট, ২০২০

“করেছি মোরা পণ রক্ষা করবো বাংলার বন”এই প্রতিপদ্য বিষয় নিয়ে  শুক্রবার (২৮আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে, চুয়াডাঙ্গা জেলা সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের চুৃয়াডাঙ্গা জেলার (প্রস্তাবিত) সভাপতি মো:আসাদুজ্জামান (আসাদ) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চুৃয়াডাঙ্গা জেলা সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের (প্রস্তাবিত)সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান (হাফিজ) এ সময় তিনি বলেন” গাছ মানুষের পরম বন্ধু,তাই প্রত্যকের উচিত বেশি করে গাছ লাগানো এবং আমাদের সাধারণ মানুষকে সচেতন করা”,প্রস্তাবিত চুয়াডাঙ্গা জেলা সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান (তুষার) তার বক্তব্যে বলেন ” যদি প্রকৃতি বাঁচে তাহলে দেশ বাঁচবে,তাই আমাদের প্রকৃতি বৈচিত্র রক্ষা করা এবং বৈশ্বিক তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাই আমাদের গাছ লাগানো ছাড়া কোন উপায় নাই” চুয়াডাঙ্গা সদর উপজেলার সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের (প্রস্তাবিত) সভাপতি মো: তরিকুল ইসলাম বলেন” গাছ ছাড়া সামাজিক ভারসাম্য রক্ষা করা যাবে না তাই আমাদের প্রত্যকের উচিত প্রতি বছর মাথা পিছু একটি করে গাছ লাগানো”।
চুৃয়াডাঙ্গা জেলার প্রস্তাবিত সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের সভাপতি আসাদুজ্জামান বলেন”প্রকৃতি বাচঁলে বাচঁবে দেশ, আর দেশ বাচলে বাচঁবে মানুষ”।
এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের (প্রস্তাবিত) প্রযুক্তি সম্পাদক মো: জহিরুল ইসলাম (জনি),জেলা কমিটির প্রস্তাবিত সদস্য মো: আশিক ইকবাল, মো: বিপ্লব হোসেন,মো: ইয়ামিন হোসেন, মো: বিল্লাল, মো:গোলজার, মো:রানা, মো: আসওয়াদ সহ আরো অনেকে।
উল্লেখ্য যে সবুজ আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন,সারা দেশ ব্যাপী এর কার্যক্রম পরিচালিত হচ্ছে, সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্ট চুৃয়াডাঙ্গা জেলাসহ ৪৩ জেলা আত্নপ্রকাশ করেছে এবং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সবুজ আন্দোলন এবং সবুজ আন্দোলন ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাদাতা সবুজ বার্তার সস্পাদক ও প্রকাশক মো: বাপ্পি সরকার।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT