ঢাকা (বিকাল ৩:০৯) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চারখাইয়ে নারীকে যৌন হয়রানি করায় জনতা জটলা বাধলো

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার ১২:১৬, ১৬ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারের চারখাইয়ে নারীকে যৌন হয়রানির অভিযোগে  চিকিৎসক ডা. জোবায়ের আহমদকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার  ডা. জোবায়ের এর ব্যক্তিগত চেম্বার জোবায়ের মেডিকেয়ার থেকে পুলিশ  তাকে থানায় নিয়ে আসে। উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তরভাগ এলাকার এক নারী তার কাছে চিকিৎসা নিতে আসলে জোবায়েরের হেনস্তার শিকার হন। এ ঘটনা ওই নারী চারখাই এলাকার ঘোসা গ্রামের এক আত্মীয়কে জানালে তিনি  দ্রুত ঘটনাস্তলে আসেন। এরপর চারখাই বাজারের জনতা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গিয়ে সেখান থেকে ভিকটিমকে উদধার করে এবং ডা. জোবায়েরকে থানায় নিয়ে আসে।  তার বাড়ি কুমিল্লা জেলায়। এর আগেও অপর আরেক নারীর সাথে যৌন হয়রানির কারনে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। তবে ডা. জোবায়ের ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন। বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT