চাঁপাইনবাবগঞ্জে ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার সন্ধ্যা ০৭:২৬, ৪ মে, ২০২১
বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একদল তরুণ দামাল ছেলে শ্রমিক সংকটের কারণে একজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।
জানাগেছে, সোমবার রাতে জেলাব্যাপি ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়। ফলে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে ধান কাটা মৌসুম এখন। পাকাধান মাঠে। এ জন্য ধান কাটতে বরেন্দ্র অঞ্চলে শ্রমিক সংকটে ভোগা কৃষকদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে রাতের ঝড়-বৃষ্টি।
এমন পরিস্থিতিতে নাচোল মাদ্রাসা পাড়ার কৃষক এম মিয়া নাচোল উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী সজলকে শ্রমিকের অভাবে ধান কাটতে না পারার বিষয়টি জানালে দপ্তর সম্পাদক আজিম আহমেদকে বিষয়টি অবগত করা হয়।
এমতাবস্থায় মঙ্গলবার রোদ উপেক্ষা করে নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মণের নির্দেশনায় আজিম, সিয়াম, শ্রাবণ, সজলসহ কয়েকজন নেতাকর্মী এম মিয়ার জমির ধান কেটে ঘরে তুলে দেন।
এ সময় এম মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিমসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আরো কয়েকদিন আগে ধানগুলো কাটতে পারলে বেশ ভালো হতো। কিন্তু তখন ধান কাটা কোন শ্রমিক না পেয়ে সজলকে জানায় তার পরিচিত কোন শ্রমিক আছে কিনা। সেই সুবাদে তারা কয়েকজন আমার জমির ধান কেটে আমার বাড়িতে পৌঁছে দেয়। তারা যেন এলাকার সকলকে এভাবেই ভালোবাসতে পারে এ দোয়ায় করি।